Site icon Jamuna Television

করোনা সংক্রমণের শঙ্কায় শিজিয়াঝুয়াং শহর লকডাউন দিয়েছে চীন

নতুন করে করোনা সংক্রমণের শঙ্কায় লকডাউন করা হলো চীনের উত্তরাঞ্চলীয় শহর শিজিয়াঝুয়াং। পুরোপুরি ঘরবন্দি ১ কোটি ১০ লাখ বাসিন্দা। স্থগিত করা হয়েছে বাইরের শহরগুলোর সাথে সড়ক যোগাযোগ এবং বিমান চলাচল। বন্ধ সব স্কুল-কলেজ।

বৃহস্পতিবার ১২০ অধিবাসীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় শক্ত পদক্ষেপ নিলো কর্তৃপক্ষ। বাধ্যতামূলক প্রত্যেকের নমুনা পরীক্ষার জন্য বসানো হয়েছে ৫ হাজারের বেশি কেন্দ্র।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, গেলো পাঁচ মাসের মধ্যে স্থানীয়ভাবে সর্বাধিক করোনার সংক্রমণ শনাক্ত ঘটলো শহরটিতে। একইদিন চীনের অন্যান্য এলাকায় ২২ জনের শরীরে নতুনভাবে মিলেছে করোনাভাইরাস।

২০১৯ সালের ডিসেম্বরে দেশটির উহান শহরেই প্রথম শনাক্ত হয় কোভিড-১৯।

ইউএইচ/

Exit mobile version