Site icon Jamuna Television

ক্যাপিটল হিলে হামলার ঘটনাই প্রমাণ করে পশ্চিমা গণতন্ত্রের ভিত্তি দুর্বল: রুহানি

ক্যাপিটল হিলে হামলার ঘটনাই প্রমাণ করে পশ্চিমা গণতন্ত্রের ভিত্তি দুর্বল বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গেলো চার বছরে ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন বলেও ক্ষোভ জানান তিনি।

হাসান রুহানি বলেন, যে সহিংসতা এবং তাণ্ডব আমরা দেখেছি তাতেই স্পষ্ট যে, পশ্চিমা গণতন্ত্র কতটা নাজুক এবং দুর্বল। একজন জনপ্রতিনিধি গত চার বছরে তার দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে গেছেন। আমি আশা করি সমগ্র বিশ্ব এবং হোয়াইট হাউসের পরবর্তী কর্মকর্তারা এ থেকে শিক্ষা নেবেন।

ইউএইচ/

Exit mobile version