Site icon Jamuna Television

ঘানার পার্লামেন্টে হাতাহাতি

সরকারি এবং বিরোধী দলের আইন প্রণেতাদের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়েছে ঘানার পার্লামেন্টে। অধিবেশন চলাকালীন সময় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবারের এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিবেশন কক্ষে ঢুকে পড়ে বেশ কয়েকজন সেনা সদস্য। ডিসেম্বরে নির্বাচনের পর নতুন পার্লামেন্টে স্পিকার নির্বাচন নিয়ে বিরোধের সূত্রপাত।

কয়েকজন আইন প্রণেতা ব্যালট ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে শুরু হয় হাতাহাতি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরবর্তী অধিবেশন ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্ট। একসময় আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত থাকলেও, কয়েক বছর ধরে ঘানায় রাজনৈতিক সংঘাত বাড়ছে।

Exit mobile version