Site icon Jamuna Television

অনুমোদন পেলো সিলেট জেলা ও মহানগর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

সিলেট ব্যুরো:

সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে সভাপতি ও অধ্যাপক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে সিলেট মহানগর কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে।

শুক্রবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুটি ইউনিটের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১৪ সেপ্টেম্বর সিলেট জেলা আওয়ামী লীগের ও ১৩ সেপ্টেম্বর মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের কাছে জমা দেন সভাপতি ও সাধারণ সম্পাদকরা। দীর্ঘ যাছাই-বাছাই শেষে প্রায় ৪ মাস পর কমিটি দুটির অনুমোদন দেওয়া হলো।

ইউএইচ/

Exit mobile version