Site icon Jamuna Television

স্থায়ীভাবে বাতিল হয়ে গেলো ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট

স্থায়ীভাবে বাতিল হয়ে গেলো ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট

স্থায়ীভাবে বাতিল হয়ে গেলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। এক বিবৃতিতে এ তথ্য জানায় টুইটার কর্তৃপক্ষ।

বলা হয়, বারবার সতর্কবার্তা দেয়ার পরও নিয়ম ভঙ্গ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে উস্কানিমূলক বার্তা পোস্ট করায় ১২ ঘণ্টার জন্য তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তখনই বলা হয়, ফের নিয়ম ভঙ্গ করলে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে অ্যাকাউন্টটি।

এর আগে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ জানান, ২০ জানুয়ারি জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান পর্যন্ত বন্ধ থাকবে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মূলত ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষপূর্ণ পোষ্টের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

Exit mobile version