Site icon Jamuna Television

নতুন প্রজাতির করোনাভাইরাস প্রতিরোধেও কাজ করবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন

নতুন প্রজাতির করোনাভাইরাস প্রতিরোধেও কাজ করবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন

নতুন প্রজাতির করোনা ভাইরাস প্রতিরোধেও কাজ করবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন। ল্যাবরেটরি গবেষণার ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন ওষুধ উৎপাদকারী প্রতিষ্ঠান ফাইজার।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ফাইজার ও ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চের যৌথ গবেষণায় এ তথ্য উঠে আসে। তবে চুড়ান্ত সিদ্ধান্তের আগে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলেও জানানো হয়।

গবেষকরা জানান, নতুন প্রজাতির ভাইরাসটিতে সংক্রমিত হওয়া কমপক্ষে ২০ জন রোগীর শরীর ভ্যাকসিনের ট্রায়াল চালানোর পর রক্ত সংগ্রহ করা হয়েছে। এতে দেখা যায় করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম ফাইজারের টিকাটি। তবে অন্যান্য টিকার কার্যকারিতার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন চিকিৎসা বিজ্ঞানীরা।

Exit mobile version