Site icon Jamuna Television

ক্যাপিটল হিলে তাণ্ডব: উস্কানির অভিযোগে রিপাবলিকান সিনেটর গ্রেফতার

ক্যাপিটল হিল তাণ্ডবে উস্কানির অভিযোগে এক রিপাবলিকান সিনেটর গ্রেফতার

ক্যাপিটল হিল তাণ্ডবে উস্কানির অভিযোগে এক রিপাবলিকান সিনেটরকে গ্রেফতার করা হয়েছে।

ওয়েস্ট ভার্জিনিয়ার আইন প্রণেতা ডেরিক ইভান্সকে গ্রেফতার করে এফবিআই। তার বিরুদ্ধে সহিংসতা এবং ভাঙচুরের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়।

নিরাপত্তা বাহিনী জানায়, সংঘর্ষের সময় লাইভে এসে ট্রাম্প সমর্থকদের ভাঙচুরে অংশ নিতে আহ্বান জানান ইভান্স।

এদিকে, ক্যাপিটল হিলে তাণ্ডব চলার মধ্যেই কংগ্রেসে ভোটাভুটি পেছাতে রিপাবলিকান আইন প্রণেতাদের চাপ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সহিংসতার সময় অধিবেশন স্থগিত হলে, সিনেটর মাইক লি এবং টমি টিউবারভিলকে ফোন করেন ট্রাম্প ও গিলানি। জো বাইডেন এবং কমলা হ্যারিসকে স্বীকৃতি দিতে অনুষ্ঠিত কংগ্রেসের ভোটাভুটি পিছিয়ে দেয়ার নির্দেশ দেন। এ ঘটনায় তার পদত্যাগ দাবী করেছেন খোদ রিপাবলিকান সিনেটররা।

এছাড়া, ক্যাপিটল হিলে হামলার প্রায় দু’দিন পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক হয়নি ওয়াশিংটনের পরিস্থিতি। হামলার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

Exit mobile version