Site icon Jamuna Television

শীতের তীব্রতা কমেছে, কমেনি খেটে খাওয়া মানুষের দুর্ভোগ

উত্তরে শীতের তীব্রতা কিছুটা কমলেও কমেনি খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। নওগাঁর বদলগাছি আর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ভোরে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকে চারপাশ। বেলা গড়ালে সূর্যের দেখা মিললেও, কষ্টে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। করোনা আর শীতে কর্মহীন অনেকে। ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল।

এদিকে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর ভিড়। সবচেয়ে বেশি আক্রান্ত শিশু আর বৃদ্ধরা। এ সপ্তাহের শেষে আরও একটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

Exit mobile version