Site icon Jamuna Television

সাদিও মানের ম্যাজিকে এফএ কাপে বড় জয় লিভারপুলের

এফএ কাপের তৃতীয় রাউন্ডে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়েছে টেবিল টপার লিভারপুল। রাতে, সাদিও মানের জোড়া গোলে ৪-১ গোলের বড় জয় পেয়েছে তারা। দিনের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সাথে জয় পেয়েছে উলভারহ্যাম্পটন।

ভিলা পার্কে, ৪ মিনিটেই বাজিমাত করে লিভারপুল। সাদিও মানের স্কোরে লিভারপুল এগিয়ে যায় ১-০ গোলে। বাকি সময়টা ছিল আক্রমণ পাল্টা আক্রমণের। প্রথমার্ধের শেষ মূহুর্তে তারুন্যের দাপটে সমতায় ফেরে অ্যাস্টন ভিলা। ১৭ বছর বয়সি লওই বেরি স্কোর করে স্বস্তিতে ফেরান দলকে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে প্রতিপক্ষের ফরোয়ার্ডের আর রুখতে পারেননি ভিলার ডিফেন্স। লিভারপুলের জর্জিনিয়ো, সাদিও মানে ও মোহামেদ সালাহ টানা তিন গোলে বড় ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা।

ওয়েস্ট মিডল্যান্ড স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে স্বাগতিক উলভারহ্যাম্পটনের রুবেন নাভাসের সহযোগিতা থেকে আদামা ট্রাওরের গোলে স্কোরে উলভারহ্যাম্পটনকে এগিয়ে নেন ১-০ গোলে। শেষ পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ ক্রিস্টাল প্যালেস। তাই শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেই মাঠ ছাড়ে উলভারহ্যাম্পটন। এফএ কাপের চতুর্থ রাউন্ড শুরু হবে ২৩ জানুয়ারি।

Exit mobile version