Site icon Jamuna Television

কসমেটিক সার্জারি করিয়ে মরতে বসেছিলেন মডেল

কসমেটিক সার্জারি করিয়ে মরতে বসেছিলেন মডেল

ক্রিস্টাল হেফনার প্লেবয় পত্রিকার অন্যতম মডেল। সম্প্রতি স্বাভাবিক সৌন্দর্যের হয়ে কথা বললেন তিনি। সঙ্গে জানালেন নিজের বাজে অভিজ্ঞতার কথা।

শুধু মডেলই নন, ক্রিস্টাল এই পত্রিকার প্রতিষ্ঠাতা হিউ হেফনারের স্ত্রীও বটে। ২০১৭ সালে হিউ প্রয়াত হন। তার এক বছর আগে, ২০১৬ সালে স্তনের কসমেটিক সার্জারি করিয়েছিলেন ক্রিস্টাল। সেই ফ্যাট ট্রান্সফার সার্জারি তাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দেয়।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ব্যান্ডেজ বাঁধা নিজের ছবি পোস্ট করে ক্রিস্টাল লেখেন, ২০১৬ সালের সেই অস্ত্রোপচারে তার এতো পরিমাণে রক্তক্ষরণ হয়, যা তাকে প্রায় মেরেই ফেলেছিল। তাকে হাসপাতালে ভর্তি করে রক্তও দিতে হয়। ক্রমে ক্রমে তিনি শরীরের জমা ‘টক্সিক’ রাসায়নিক সম্পূর্ণ বের করে দিতে পেরেছেন।

এখন তার মতো, প্রকৃতি আমাদের যেভাবে বানিয়েছে, নিজেদের সেভাবেই মেনে নেওয়া উচিত। সেটাই প্রকৃত সৌন্দর্য।

পুরুষশাসিত চলচ্চিত্র দুনিয়ারও সমালোচনা করেন ক্রিস্টাল। তার মতে, নকল সৌন্দর্যের বিজ্ঞাপন, পরিস্থিতিটাকে আরও ভয়াবহ করে দিয়েছে। আমিও সেই দোষে দুষ্ট।

একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। বলছেন, যাদের দেখে আগামী প্রজন্ম সৌন্দর্যের সংজ্ঞা শিখতে পারে, তারাই তো ফিল্টার ছাড়া নিজেদের ছবি প্রকাশ করতে পারেন না। ত্রিশের কোঠায় এসে এই উপলব্ধি হয়েছে বলে তিনি জানান।

সোজাসুজিভাবে শোবিজ নিয়ে কথা বলায় ক্রিস্টালকে ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীরা।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।

Exit mobile version