Site icon Jamuna Television

চট্টগ্রাম সিটি নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলছে প্রচারণা

চট্টগ্রাম সিটি নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলছে প্রচারণা

চট্টগ্রাম সিটি নির্বাচনে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চলছে।

শনিবার সকালে নগরীর লাভলেনে’র দলীয় কার্যালয়ে গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। এসময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। নির্বাচনে জয়ী হলে, চট্টগ্রামকে পর্যটনবান্ধব, স্বাস্থ্যকর নগরী ও স্মাট সিটিতে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি। হালিশহর ও পতেঙ্গায় গণসংযোগ করবেন ডা. শাহাদাত হোসেন।

অপরদিকে, নগরীর নিউমার্কেট এলাকায় সমাবেশ করছে আওয়ামী লীগ। সেখানে যোগ দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। দুপুরের পর বাইশ মহল্লা সরদার কমিটির সাথে মতবিনিময় করার কথা আছে তার। এছাড়া গণসংযোগ করবেন আন্দরকিল্লা, জামালখান আর এনায়েত বাজারেও।

এই সিটিতে আগামী ২৭ জানুয়ারি ইভিএমে হবে ভোট। নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Exit mobile version