Site icon Jamuna Television

ঘোষিত নীরব এলাকাতে শব্দদূষণের মাত্রা আরও বেড়েছে

সচিবালয় ও এর আশপাশে নীরব এলাকা ঘোষণার পর শব্দ দূষণের মাত্রা আরও বেড়েছে। তবে যানবাহন চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ আনায় সময়ের ব্যাপ্তিতে শব্দদূষণ কিছুটা কমেছে।বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র আয়োজিত এক জরিপে এসব তথ্য পাওয়া যায়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সভায় বক্তারা বলেন, শব্দদূষণ নিয়ে সংশ্লিষ্টদের সচেতনতার হার খুব কম। ওই এলাকায় যানবাহনের শব্দদূষণ ছিল মাত্রাতিরিক্ত। বিশেষ করে বিভিন্ন সভা-সমাবেশে মাইকের ব্যবহারে বেড়েছে শব্দদূষণ।

বক্তারা আরও বলেন, শব্দদূষণ কমাতে ১৯ দফা সুপারিশ দেওয়া হয়েছে। শুধু নীরব এলাকা ঘোষণা করলেই হবে না, হাইড্রোলিক হর্ন আমদানি নিষিদ্ধ করা, এই হর্ন বাজালে শাস্তি দেয়া এবং শব্দদূষণে সচেতনদের লাইসেন্স প্রদান করলে এর সমাধান আসবে।

ইউএইচ/

Exit mobile version