Site icon Jamuna Television

ডিএসসিসির শতশত কোটি টাকা নিজের মালিকানাধীন ব্যাংকে হস্তান্তর করেছেন তাপস: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস ডিএসসিসির শতশত কোটি টাকা নিজের মালিকানাধীন ব্যাংকে হস্তান্তর করেছেন বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন।

শনিবার দুপুরে গুলিস্তানের কদম ফোয়ারার সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে অবৈধভাবে ডিএসসিসি কর্তৃপক্ষ ফুলবাড়িয়া সুপার মার্কেটের দোকান উচ্ছেদ করেছে। মানুষের জীবন মান উন্নয়ন ও বেকারত্ব দূর করতে এসব দোকানের বৈধতা দেয়া হয়েছিল। এসব অসহায় মানুষের সহায়তা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সাঈদ খোকন।

ইউএইচ/

Exit mobile version