Site icon Jamuna Television

আনুশকার দাফন সম্পন্ন শেষে মানববন্ধন, দোষীদের কঠোর শাস্তি দাবি

কুষ্টিয়া প্রতিনিধি:

রাজধানীর ধানমন্ডি মাস্টার মাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নুর আমিনের গ্রামের বাড়ি কুষ্টিয়া সদরের গোপালপুর গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাতটায় জানাজা শেষে গোপালপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আনুশকার দাফন শেষে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। মানববন্ধনে অংশ গ্রহণকারীরা দাবি জানান, মেধাবী এই শিক্ষার্থীকে হত্যায় প্রধান অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের কঠোর শাস্তিসহ এই ঘটনার সাথে আরও কারোর সংশ্লিষ্টতা থেকে থাকলে তদন্তপূর্বক তাদেরকেও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং কোনো নরপিশাচ যাতে দুঃসাহস না দেখায় সে জন্য সকল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ইউএইচ/

Exit mobile version