Site icon Jamuna Television

পাবনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পাবনায় ২০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস ও একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আসামির নাম মো. সাজ্জাদ হোসেন স্বাধীন (২৫)। সে নাটর সদর থানার বুড়ির বটতলা গ্রামের মো. সাজেদুর রহমানের ছেলে।

শুক্রবার রাত ৩টা ১৫ মিনিটে র‌্যাব-১২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন টেবুনিয়া বাজারস্থ চাটমোহরগামী তিন রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে অত্র এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামির বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায়
মামলা রুজু করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version