Site icon Jamuna Television

চাটমোহরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে নিখোঁজের একদিন পর শিশু স্বাধীন হোসেনের (৮) মরদেহ উদ্ধার করেছে স্বজন ও এলাকাবাসী।

শনিবার (৯ জানুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত স্বাধীন বামনগ্রামের কৃষক শাহাদত হোসেনের ছেলে। দুই মেয়ে এক ছেলের মধ্যে স্বাধীন সবার ছোট। শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল শিশু স্বাধীন।

শিশুটির পিতা শাহাদত হোসেন জানান, শুক্রবার দুপুরে বড় মেয়ে তানজিলা খাতুনের সঙ্গে গোসল দিতে পুকুরে গিয়েছিল স্বাধীন। গোসল দেওয়ানো শেষে তাকে পাড়ে তুলে দিয়েছিল তানজিলা। পরে তাকে বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে খবর দেয়া হয় চাটমোহর দমকল বাহিনী ও পুলিশকে।

চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মঈনুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে পুকুরের পানিতে নেমে খুঁজতে বলি। পুকুরে তল্লাসির এক পর্যায়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুমৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু ছোট শিশু পানিতে ডুবে মারা গেছে। আর পরিবারের অভিযোগও নেই, সেকারণে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামালা দায়ের করা হবে।

ইউএইচ/

Exit mobile version