Site icon Jamuna Television

নাটোরে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ মামলায় ২ জন কারাগারে

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের নলডাঙ্গায় এক গৃহবধূকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ মামলায় দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের সিরাজ দেওয়ানের ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম দেওয়ান এবং তার সহযোগী একই এলাকার আবেদ আলীর ছেলে বকুল হোসেন। তাদের অপর সহযোগী একই গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে রেজাউল করিমকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত বছরের ৩ অক্টোবর নলডাঙ্গা উপজেলার এক গৃহবধূকে ভিজিএফ কার্ড করার জন্য পিপরুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম দেওয়ানের কাছে যান। পরে ইব্রাহীম কৌশলে ওই গৃহবধূকে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ইব্রাহীমের সহযোগী বকুল ধর্ষণে সহযোগিতা করে এবং রেজাউল তার মোবাইলফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। সম্প্রতি ভিডিওটি প্রকাশ পায়।

ইব্রাহীমের ভয়ভীতি ও নজরদারি এড়িয়ে ২ মাস পর শুক্রবার রাতে নলডাঙ্গা থানায় ধর্ষণের অভিযোগ এনে তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ওই গৃহবধূ। এর পরে রাতেই অভিযান চালিয়ে বাঁশভাগ গ্রাম থেকে ইব্রাহীম ও তার সহযোগী বকুলকে গ্রেফতার করে পুলিশ। অপর অভিযুক্ত রেজাউলকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানযীম আলম তাবাসসুমের আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইউএইচ/

Exit mobile version