Site icon Jamuna Television

সিরিজ শুরু হলে মাশরাফীর অভাব সবাই বুঝবে,আকরাম খান

বয়স বিবেচনা করে উন্ডিসের বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ দেয়া হয়েছে জাতীয় ক্রিকেট দলের এক সময়ের প্রাণ মাশরাফীকে। তবে নিজেদের ইচ্ছায় নয় ২০২৩ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বোর্ডকে। তবে মাশরাফী যে দলের জন্য কত বড় শক্তি সেটা বেশ ভালোই জানে জাতীয় দলের সাথে কাজ করা প্রতিটি মানুষ। তারই বহি:প্রকাশ ঘটিয়েছে আকরাম খান।

বললেন মাশরাফী না থাকায় দলের শক্তিমত্তা কমেছে এবং তার অভিজ্ঞতার গুরুত্বও দল টের পাবে, তাকে ছাড়া খেলতে গিয়ে। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আরো বলেন মাশরাফী একজন গ্রেট খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। ওর মত একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকাটা দলের শক্তি কমিয়েছে। ওর যে অভিজ্ঞতা সেটার অভাব কিন্তু সবাই অনুভব করবে।

যেহেতু মাশরাফি দলে নেই সেহেতু দলের পেস আক্রমন নিয়ে নতুন পরিকল্পনা করতে হবে নির্বাচকদের। সেই কারনেই দলে কয়েক জন তরুন পেস বোলার রাখা হয়েছে।

Exit mobile version