Site icon Jamuna Television

গোল পায়নি জামাল, জিতেছে মোহামেডান

আই লিগে জামালদের প্রথম ম্যাচে জয় পেয়েছে কলকাতা মোহামেডান । নিজের অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ নিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সুদোভা মুনলাইটকে ১-০ গোলে হারিয়েছে কলকাতা মোহামেডান।

প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি, দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮ মিনিটে মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেণ ফয়সাল আলী।

মুল একাদশে মাঠে নেমে জামাল খেলেছেন ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত। গোল না পেলেও অসাধারন কিছু পাস দিতে দেখা গিয়েছে জামাল ভূঁইয়াকে।

আগামী ১৪ জানুয়ারি পশ্চিমবঙ্গের কল্যানী স্টেডিয়ামে জামালদের মোহামেডান মুখোমুখি হবে চার্লিস ব্রাদার্সের।

Exit mobile version