Site icon Jamuna Television

নাটোরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় রামানন্দ খাজুরা ইউনিয়নে রাকিবুল ইসলাম নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল উপজেলার তালহারা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী জানান, বাড়ির পাশে খনন যন্ত্র (ভেকু) দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। শিশু রাকিবুল খনন যন্ত্র দিয়ে মাটি কাটা দেখতে পুকুরের কাছে যায়।

পরে বাড়িতে ফেরার পথে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় সে গুরুতর আহত হয়। এসময় ট্রাক্টর রেখেই ড্রাইভার ও সহযোগী পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিশু রাকিবুলকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

Exit mobile version