Site icon Jamuna Television

মাগুরায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে যুবক জেলহাজতে

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে টিটো মোল্লা (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে আটককৃত টিটো মোল্লাকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, মাগুরা সদর উপজেলার গাংনালিয়া গ্রামে দশ বছরের প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে দুপুরে তার ভাই বাদি হয়ে মামলা করেন। অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে আসামি টিটো মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি বাগানে পাতা কুড়ানোর সময় প্রতিবেশী কামরুজ্জামান মোল্লার লম্পট ছেলে টিটো মোল্লা প্রতিবন্ধী ওই শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুটির দাদি দেখে ফেললে এলাকার মুরব্বীদের জানালে তারা ৯৯৯ নম্বরে অভিযোগ করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের থানায় এনে লিখিত মামলা রুজু করান। এ ঘটনায় পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নিয়েছেন।

ইউএইচ/

Exit mobile version