Site icon Jamuna Television

দেশে ফিরছেন ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে বন্দী পাঁচ বাংলাদেশি

সুমন আবদুল লতিফ, কুয়েত:

বাংলাদেশ দূতাবাস কুয়েতের প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় ৯ জানুয়ারি দুপর ১২টা ৪৫ মিনিটে ইয়েমেন থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুবাই পৌঁছায়। দুবাই থেকে বিমানের বিজি ৪৮ ফ্লাইটে সরাসরি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন তারা।

১০ জানুয়ারি সকাল ৭টা ২০ মিনিটে বিমানের বিজি ৪৮ ফ্লাইটে করে ঢাকায় পৌঁছানোর খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।

মূলত গত বছর ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি ওমানে কর্মরত অন্যদের সাথে এই পাঁচ বাংলাদেশি সমুদ্রপথে সৌদি আরব যাওয়ার পথে লোহিত সাগরের প্রাকৃতিক দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেনে বন্ধী ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় বাংলাদেশ দূতাবাস কুয়েত, ওমান এবং জর্ডানের সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘ নয় মাস পর বন্দিদশা থেকে মুক্তি পান তারা। মুক্তি পেয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র (আইওএম) হেফাজতে ছিলেন।

মুক্তি পাওয়া পাঁচজন হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ আবু তৈয়ব, মীরসরাইয়ের মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ আলমগীর।

ইউএইচ/

Exit mobile version