Site icon Jamuna Television

সিরাজগঞ্জে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে কলেজ শিক্ষিকা গ্রেফতার

নির্যাতনের শিকার মিনতি।

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জে শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক শিউলী মল্লিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বাহা উদ্দিন ফারুকী জানান, গত ৭ জানুয়ারি শিউলি মল্লিকা গৃহকর্মী শিশু মিনতি খাতুন (১০) হারিয়ে গেছে মর্মে সাধারণ ডায়েরি করেন। এরপর ৯ জানুয়ারি সন্ধ্যায় শিশু মিনতিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদে জানা যায় শিক্ষিকা শিউলি মল্লিকা অমানবিক নির্যাতন সইতে না পেরে বাসা থেকে বেরিয়ে যায় মিনতি। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিদিন এই তাকে নির্যাতন করা হতো বলে মিনতি জানায়।

মিনতির বাবা মক্কা ও মা মমতা মারা বেঁচে নেই। মিনতির ৬ মাস বয়স থেকে সে গৃহকর্মী
নানী রহিমা খাতুনের কাছে বড় হয়। নানীর অভাবের সংসারে খাবার না পেয়ে ৯ বছর বয়সে গৃহকর্মীর কাজ শুরু করে।

সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালের ডাক্তার নুরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষিকা শিউলি মল্লিকার শহরের ফজল খান রোডের বাসায় কাজ করতো মিনতি।

অসুস্থ শরীর আর কাঁদতে দেখে সন্ধ্যায় কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের জাহানারা নামে এক মহিলা মিনতিকে উদ্ধার করে চিকিৎসা ও খাবার দেয়। পরে পুলিশকে খবর দিয়ে মিনতিকে পুলিশের কাছে দেয়া হয়।

খবর পেয়ে মিনতির অভিভাবক খালু আবুল কাশেম বাদি হয়ে মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক শিক্ষিকা শিউলি মল্লিকাকে গ্রেফতার করে।

Exit mobile version