Site icon Jamuna Television

সহজ জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

তৃতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে ওলে গানারের দল।

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক ম্যানইউনাইটেড। ৫ মিনিটে অ্যালেক্স টেলেসের নেয়া কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন স্কট ম্যাকটমিনাই। লিড নেবার পরও পুরো ম্যাচে ছিলো রেড ডেভিলদের আধিপত্য, কিন্তু কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলের দেখা মেলেনি।

৬৫ শতাংশ বল পজেশন আর অন টার্গেটে ৫টি আর অফ টার্গেটে ৭টি শটস নেবার পরও ১-০ গোলের জয়ে তুষ্ট থাকতে হয় ওলে গানারের দলকে।

ইউএইচ/

Exit mobile version