Site icon Jamuna Television

করোনার টিকা নিলেন ব্রিটেনের রানি এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বাকিংহাম প্যালেসের মুখপাত্র শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

উইন্ডসর প্রাসাদে রাজ পরিবারের একজন চিকিৎসকের কাছে রানি এবং তার স্বামী করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানী এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইল্ডসর প্রাসাদেই অবস্থান করছেন। ২০২০ সালের মার্চে এ রাজদম্পতির ছেলে প্রিন্স চার্লসের (৭২) করোনা ধরা পরে।

মহামারি করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরইমধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।

ইউএইচ/

Exit mobile version