Site icon Jamuna Television

ক্রিকেটার পাইলটের বাবার মৃত্যু

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা সাবেক জাতীয় ফুটবলার শামছুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ রোববার দুপুরে রাজশাহীর বাড়িতে পুকুরে গোসলের সময় ডুব দিলে হৃদযন্ত্রের ক্রিয়া হয়ে মারা যান তিনি।

ষাট ও সত্তরের দশকে নিজের নামেই উদ্ভাসিত ছিলেন শামসুল ইসলাম। এলাকাবাসী তাকে শামসু মোল্লা বলেই চিনতেন। পাকিস্তান যুব দলের হয়ে রাশিয়ায় গিয়েও খেলেছেন তিনি। স্বাধীনতার পর বয়সের কারণে বাংলাদেশ জাতীয় দলে না খেললেও মোহামেডান বা আবাহনীর হয়ে মাঠ মাতিয়েছেন শামসুল ইসলাম।

/কিউএস

Exit mobile version