Site icon Jamuna Television

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ার উত্তর বলতলা গ্রামে রুবেল খান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রুবেল এলাকায় কৃষি কাজ করতো।

সে ওই এলাকার মৃত আব্দুল বারেক খানের ছেলে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন।

পার্শ্ববর্তী বাবুলের গৃহে ডেকে এনে ওই যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি। তবে কী কারণে এ হত্যা তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, গত ৭ বছর পূর্বে আব্দুল বারেক খান এবং তিন বছর পূর্বে তার অপর এক ছেলে রাসেল দুর্বৃত্তের হাতে খুন হন। এনিয়ে একই পরিবারের তিন বাপ-পুত্র খুন হলো।

ইউএইচ/

Exit mobile version