Site icon Jamuna Television

সাঈদ খোকনের মতামত গুরুত্ববহন করে না: তাপস

ফাইল ছবি

সাঈদ খোকনের মতামত গুরুত্ববহন করে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ এ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সিটি করপোরেশনের কর্মীরা বেতন পাচ্ছেন না এই তথ্য ভিত্তিহীন। সাঈদ খোকনের বক্তব্য বস্তুনিষ্ঠ নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, যার ব্যাখ্যা দেয়া সমীচীন নয়।কেউ যদি ব্যক্তিগত আক্রোশে বলে থাকে তার ব্যাখ্যা দায়িত্বশীল পদে থেকে দিবেন না বলেও জানান তিনি। যদি কেউ ঘুষ গ্রহণ করে, কমিশন নেয়, সরকারি অর্থ আত্মসাৎ করে সেটা দুর্নীতি বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version