Site icon Jamuna Television

আসামি পক্ষের আবেদনে পেছালো এমসি কলেজের ধর্ষণ মামলার চার্জশিট গঠনের তারিখ

আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে সিলেটের এমসি কলেজের আলোচিত গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের মামলার চার্জশিট গঠনের পরবর্তী ১৩ তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মো. মোহিতুল হকের আদালতে এ সিদ্ধান্ত দেয়া হয়। এর আগে, সকালে কঠোর নিরাপত্তায় মামলার ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, আদালতে আসামিপক্ষ আরও দুদিন সময় বাড়ানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। চার্জশিট গঠনের শুনানির তারিখ নির্ধারণ হয় আগামী ১৩ জানুয়ারি।

এ সময় আসামিপক্ষের আইনজীবী আসামি তারেকুল ইসলাম তারেকের জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। নির্যাতিতার স্বামীর মামলার প্রেক্ষিতে ৮ জনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে গত ৪ জানুয়ারি এই আদালতে আসামিদের উপস্থিতিতে চার্জ গঠনের তারিখ নির্ধারণ হয় ১০ জানুয়ারি।

ইউএইচ/

Exit mobile version