Site icon Jamuna Television

করোনা সনদ ছাড়া শাহজালালে যাত্রী আনায় ইন্ডিগো এয়ারলাইন্সকে জরিমানা

ভারত থেকে কোভিড-১৯ সনদ ছাড়া একজন যাত্রী আনার দায়ে ইন্ডিগো এয়ারলাইন্সকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করেছে সিভিল এভিয়েশনের মোবাইল কোর্ট। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) ‘নেগেটিভ’ সনদ দেখিয়ে ভারতে গিয়েছিলেন এক বাংলাদেশি যাত্রী। কিন্তু ভারত থেকে পুনরায় বাংলাদেশে আসার সময় তিনি আর নতুন করে নেগেটিভ সনদ সংগ্রহ করেননি। তার কাছে থাকা বাংলাদেশি নেগেটিভ সনদ দাখিল করে ভারতের দিল্লি থেকে দেশে এসেছেন, ওই সনদটি মেয়াদোত্তীর্ণ। ভারতের ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশে এসেছেন।

বাংলাদেশি নেগেটিভ সনদে কীভাবে একজন যাত্রী ভারত থেকে ভ্রমণ করতে পারেন, সেটি নিয়ে প্রশ্ন তোলেন হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই যাত্রী পরিবহণ করা ইন্ডিগো এয়ারলাইনসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Exit mobile version