Site icon Jamuna Television

কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নিহত ৩

Afghanistan

আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলার ঘটনায় কমপক্ষে তিন জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালের এ হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন পথচারী।

প্রশাসন জানায়, বিস্ফোরণের পরপরই এলাকাটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ করে দেয়া হয় আশপাশের সড়কের যান চলাচল। এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ।

কাতারে তালেবানের সাথে আফগান সরকারের চলমান শান্তি আলোচনার মধ্যেই ঘটলো এই হামলার ঘটনা। গেলো এক মাসে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে দেশটিতে। তবে কাবুলে সম্প্রতি চলানো বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

Exit mobile version