Site icon Jamuna Television

দাফনের সাড়ে ৫ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের লৌহজংয়ে দাফনের সাড়ে ৫ মাস পর ময়নাতদন্তের জন্য তাহমিনা আক্তার ঝুমুর নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে মাওয়া চৌরাস্তা সংলগ্ন পশ্চিম কুমারভোগ কবরস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদারের উপস্থিতিতে কবর হতে লাশ উত্তোলন করে। তাহমিনা মেদিনী মণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু নাছের লিমনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গতবছরের ২৪ জুলাই রাতে মৃত্যুর পর ৫-৬ জন লোক নিয়ে রাত আড়াইটার দিকে পশ্চিম কুমারভোগ কবরস্থানে তাহমিনার লাশ দাফন করে স্বামী লিমন। ঘটনার সময় লিমন ও তাহমিনার দুই পুত্র তাদের নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল।

এদিকে স্বজনরা তাহমিনার মৃত্যু সংবাদ জানতে পেরে লিমনের কাছে মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে এক বছর পরে ১০ অক্টোবর তাহমিনাকে হত্যার অভিযোগে তুলে লিমনসহ আরেক নারীকে আসামি করে আদালতে মামলা করে তাহমিনার ভাই মো. কামরুজ্জামান খান।

মামলায় অপর আসামি লিমনের কথিত পরকীয়া প্রেমিকা দিলরুবা আক্তার। মামলার পর হতে লিমন পলাতক রয়েছে। সে উত্তর মেদিনী মণ্ডল গ্রামের ওহাব খার পুত্র।

লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, গত মাসে মামলাটি আদালত হতে থানায় আসে। মরদেহ কবর হতে উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version