Site icon Jamuna Television

সাইফকে হতাশ করে ফেড কাপের শিরোপা কিংসের ঘরে

ফেডারেশন কাপ ফুটবলে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে এ মৌসুমের শুরুটা দারুণ হলো অস্কার ব্রুজনের দলের।

বিকেলে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণদূর্গ ভেঙ্গে স্কোর করার নেশায় একের পর এক আক্রমণ করে গোছে দুই দলের ফরোয়ার্ডরা। বেশ কয়েকটি আক্রমণ রুখে দেয় দুই দলের গোলকিপার। তাইতো প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধেও এমনই চলছিলো দুই দলের মাঝে কিন্তু চিলিয়ান ফরোয়ার্ডের স্কোরে আনন্দে ভাসে বসুন্ধরা। ম্যাচের ৫২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দলের জয় নিশ্চিত করেন রাউল বেসেরা।

এরপর ম্যাচে ফেরার সব চেষ্টা ব্যর্থ হয় সাইফের। তাই শেষ পর্যন্ত শিরোপা অধরা রেখেই মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং ক্লাব। ব্যাক টু ব্যাক শিরোপা উঁচিয়ে ধরে অস্কার ব্রুজনের শিষ্যরা।

Exit mobile version