Site icon Jamuna Television

তাইওয়ানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

ক্ষমতা ছাড়ার আগেই পরিবারের অপরাধ ক্ষমার ব্যবস্থা করেছেন ট্রাম্প!

ক্ষমতা ছাড়ার আগ-মুহুর্তে তাইওয়ানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার, এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তিনি বলেন, কয়েক দশক ধরে দুই পক্ষের কূটনীতিকদের মধ্যে অফিসিয়াল যোগাযোগে যে বিধিনিষেধ ছিলো তা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্পের মেয়াদ শেষের আগ মুহূর্তে এমন সিদ্ধান্ত নিশ্চিত ভাবেই চীনের মাথা ব্যাথার কারণ। এ বিষয়ে এখনও অনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি বেইজিং।

তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা তাইওয়ান সফরের খবরে ক্ষোভ প্রকাশ করে শি জিন পিং সরকার। এর আগে তাইওয়ানের কাছে অস্ত্রবিক্রি সাথে জড়িত মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার হুমকি দেয় চীন।

Exit mobile version