Site icon Jamuna Television

মঙ্গলবার রাজধানীর কিছু এলাকায় বন্ধ থাকবে গ্যাস সংযোগ

আগামী মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজধানীর কিছু এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানায় তারা।

বিজ্ঞপ্তিতে বল হয়, গ্যাসের স্বল্প-চাপ জনিত সমস্যা নিরসনকল্পে মিরপুরস্থ, পল্লবী, কালসি এলাকায় বিদ্যমান পাইপলাইনের স্থানে নতুন পাইপলাইন স্থাপন কাজ এর টাই-ইন এর জন্য আগামী ১২ জানুয়ারি, ২০২১ তারিখ, মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ০৪(চার) ঘণ্টা মিরপুর ১০ হতে মিরপুর ১২ নং সেক্টর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বের এলাকায় এবং মিরপুর ১০ নং গোলচত্বর হতে মিরপুর ১৩ নং সেক্টরের পানির ট্যাংকি পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বের এলাকা ও তৎসংলগ্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Exit mobile version