Site icon Jamuna Television

বাগেরহাটে নিরাপত্তা চেয়ে পৌর কাউন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল জলিল নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, ‘আমি আসন্ন মোংলা পোর্ট পৌর সভার নির্বাচনে ২নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। আমার প্রতিপক্ষ যুবলীগ নেতা এস এম শরিফুল ইসলাম, আমার বিরুদ্ধে মোংলা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে আমাকে এলাকা ছেড়ে চলে যেতে বলেছে। অন্যথায় আমাকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এস এম শরিফুল ইসলাম আমার নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা সৃষ্টি করছেন। আমি এখন আমার নিজের জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছি।’

Exit mobile version