Site icon Jamuna Television

পটুয়াখালীতে পুত্রবধূর শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর আটক

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর মো. সিদ্দিক মুসল্লীকে (৪৮) আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাধঁঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আসলাম জানান, আটককৃত ওই ব্যক্তির পুত্র একজন প্রবাসী। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে শ্বশুর তার পুত্রবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এসময় পুত্রবধূর চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে শ্বশুর বাইরে সটকে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় গৃহবধূর বাবা বাদি হ‌য়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ জানায়।

Exit mobile version