Site icon Jamuna Television

অভিসংশিত হলে ভবিষ্যতে আর রাজনীতি করতে পারবেন না ট্রাম্প

প্রেসিডেন্ট পদ থেকে অভিসংশিত হলে ভবিষ্যতে আর রাজনীতি করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হবে অপসারণের প্রস্তাবটি।

হাউস হুইপ জেমস ক্লাইবার্ন জানান, ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেয়ার অভিযোগ আনা হবে। যার ওপর কংগ্রেসের নিম্নকক্ষে মঙ্গলবার হবে ভোটাভুটি।

কারণ, ট্রাম্পের প্রচ্ছন্ন ইন্ধনে ৬ জানুয়ারি অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে চালানো হয় হামলা। ঐ ঘটনায় ক্ষুব্ধ অনেক রিপাবলিকান নেতাও। আর্নল্ড শোয়ার্জনেগার, প্যাট টুমির মতো বহু রাজনীতিক হামলায় উসকানি দেয়ার অভিযোগে প্রেসিডেন্টের পদত্যাগ চেয়েছেন।

Exit mobile version