Site icon Jamuna Television

সপ্তাহের শেষে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা

উত্তরে তাপমাত্রা কমছে-বাড়ছে। তবে হিমেল হাওয়ার দাপটে কমেনি শীতের ভোগান্তি। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রী সেলসিয়াস।

শীতে বিপাকে পড়েছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খেটে খাওয়া মানুষ। আবহাওয়ার পূর্বাভাস বলছে সপ্তাহের শেষে আবারও একটি শৈত্যপ্রবাহ আসতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও শেষ রাতে কমে যাবে তাপমাত্রা।

ভোরে কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। সাথে আছে ঠাণ্ডা বাতাস। এরপর বেলা গড়ানোর সাথে সাথে দেখা মিলছে সূর্যের। আবার সন্ধ্যায় জেঁকে বসছে শীত। এতে সবচেয়ে কষ্টে আছেন ছিন্নমূল আর দিনমজুররা।

হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের ভিড় এখনও আছে। এ সপ্তাহের শেষে আরও একটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

Exit mobile version