Site icon Jamuna Television

গাজীপুরে বসতবাড়িতে আগুন লেগে নারীসহ ৪ জনের মৃত্যু

গ্যাস লাইন বিস্ফোরণে শিশু নিহত, দগ্ধ পরিবারের ৩ সদস্য

ফাইল ছবি।

গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর এলাকায় বসতবাড়িতে আগুন লেগে ১ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৫টা ৫৫ মিনিটের সময়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ কবিরুল আলম জানান, আজ সকাল ৫টা ৫৫মিনিটে কালিয়াকৈরের কালামপুর এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে কলোনির চল্লিশটি কক্ষ পুড়ে যায়।

তিনি নিশ্চিত করেন, অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজন মহিলাসহ ৪ জন মারা যায়। নিহতরা হলো মুন্নি, ফরহাদ, মিলন ও অজ্ঞাত একজন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগতে পারে।

Exit mobile version