Site icon Jamuna Television

মোরেলগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার মনিরুল তালুকদার মেয়র নির্বাচিত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার বিকেলে মেয়র পদের অপর দুই প্রার্থী বিএনিপি দলীয় মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুল মজিদ জব্বার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে, বর্তমান মেয়র আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল দশটায় বাগেরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ফারজী বেনজির আহম্মেদ এর স্বাক্ষরিত একটি পত্র নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে। সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম মনিরুল হক তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত বলা হয়েছে।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ৩০শে জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল।

Exit mobile version