Site icon Jamuna Television

নরসিংদীতে ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তার মরদেহ উদ্ধার

নরসিংদীতে একটি ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের ভেলানগর চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে নাইমুর রহমান নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত নাইমুর ২ মাস আগে সেঞ্চুরি এগ্রো লিমিটেড কোম্পানিতে চাকরি পায়। তিনি ভেলানগরে ঢাকা বাসস্ট্যান্ডের পিছনে একটি মেসে ভাড়া থাকত। রোববার রাতে কাজ শেষে মেসেও যান। সকালে এলাকাবাসীর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও নিহতের ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।

নাইমুরের দেহে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

Exit mobile version