Site icon Jamuna Television

পদ্মা সেতু নিয়ে এই দেশেরই কিছু মানুষ ষড়যন্ত্র করেছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

পদ্মা সেতু নিয়ে এই দেশেরই কিছু মানুষ ষড়যন্ত্র করেছিল। শত প্রতিকূলতা উপেক্ষা করে সেই সেতু আজ বাস্তব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, সামান্য একটি ব্যাংকের এমডির পদের জন্যই দেশের এত বড় একটি উন্নয়ন প্রকল্প নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল। সেই ষড়যন্ত্রের কারণেই পদ্মা সেতু নিজেদের অর্থয়ানে বাস্তবায় করার মত সাহস এ সরকার দেখিয়ে দিলো।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনেক অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে সরকার লক্ষ্য স্থির করেছে, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রতিটি ঘর আলোকিত হবে। শিক্ষা স্বাস্থ্য ও মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আজকের বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল, সারা বিশ্ব বাংলাদেশকে আজ সম্মান জানায়।

Exit mobile version