Site icon Jamuna Television

নোয়াখালীতে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা বিকাশ এজেন্ট হ্যাক করে এক ব্যবসায়ীর ৩ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে যায়।

সোমবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, চট্টগ্রাম মহানগরের চান্দগাও এলাকার খোকন, ইকবাল হোসেন ও ভোলা জেলার জামাল উদ্দিন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একদল হ্যাকার গত ২৫ ডিসেম্বর চাটখিল উপজেলার শাহপুর বাজারের ‘দি স্মার্ট টেলিকম’ এর বিকাশের এজেন্ট সিম হ্যাক করে। এ সময় তারা প্রতারণার মাধ্যমে ওই সিম থেকে বিকাশের ৩ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে যায়। ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. সফিকুল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মামলার ভিত্তিতে তদন্তে মাঠে নামে চাটখিল থানা টিম। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোববার হ্যাকারদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রাম মহানগরের চান্দগাও এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন তাদের অপরাধ স্বীকার করে নোয়াখালী বিচারিক আদালতে জবানবন্দি দিয়েছে।

ইউএইচ/

Exit mobile version