Site icon Jamuna Television

কন্যা সন্তানের পিতা হয়েছেন ভিরাট কোহলি

ভারতীয় ক্রিকেটের রাজ পুত্র ভিরাট কোহলি কন্যা সন্তানের পিতা হয়েছেন। কোহলি ও আনুশকার ঘর আলো করে প্রথম সন্তানই এসেছে সৌভাগ্যর প্রতিক হয়ে। সোমবার বিকেলে মুম্বাইয়ে কন্যা সন্তান জন্ম দিয়েছেন আনুশকা। এমন খবরই প্রকাশ করেছে ভারতের ‘দ্য হিন্দু’র স্পোর্টস ওয়েবসাইট ও‘স্পোর্টসস্টার’

এমন সময় স্ত্রীর পাশে থাকতেই অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ভারতে ফিরে আসেন ভিরাট। অ্যাডিলেডে প্রথম টেস্ট শেষেই পিতৃত্বকালীন ছুটি নেন ভারতীয় দলপতি।

২০১৭ সালের ১১ ডিসেম্বর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার ভিরাট কেহালি। গত বছরের আগস্টে আনুশকার গর্ভবতী হয়েছিরেন আনুস্কা।

Exit mobile version