Site icon Jamuna Television

শিকাগোতে অস্ত্রধারীর গুলিতে নিহত কমপক্ষে ৩

যুক্তরাষ্ট্রের শিকাগোয় অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারালেন কমপক্ষে ৩ জন। রোববারের হামলায় আরও ৪ পথচারী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, ইভানস্টোন এলাকার একটি গাড়ি পার্কিংয়ের জায়গায় শুরু হয় গোলাগুলি। সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করেন আততায়ী। এরপরই আবাসিক এলাকায় দু’জনকে গুলি ছুঁড়ে হত্যা করেন।

নিরাপত্তা বাহিনী পৌঁছালে তাদের ওপরও হামলা চালায় বন্দুকধারী। ৪ ঘণ্টা পাল্টাপাল্টি গোলাগুলির পর পুলিশের গুলিতে প্রাণ হারায় ৩২ বছরের অস্ত্রধারী জ্যাসন নাইটেঙ্গল। হামলার উদ্দেশ্য জানতে চলছে তদন্ত।

ইউএইচ/

Exit mobile version