Site icon Jamuna Television

তাপসের মান সম্মানের বাজারমূল্য কত?: সাঈদ খোকন

তাপসের মান সম্মানের বাজারমূল্য কত? এমন প্রশ্ন রেখেছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন। সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে বর্তমান মেয়র ফজলে নূর তাপসের মানহানির মামলা করার ইচ্ছা প্রকাশের প্রতিক্রয়ায় এমন মন্তব্য করেন সাঈদ খোকন।

আজ সোমবার ব্যক্তিগত জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানান সাঈদ খোকন।

বিবৃতিতে সাঈদ খোকন বলেন, “তাপসের মান সম্মানের বাজারমূল্য কত? মামলার পূর্ণাঙ্গ বিবরণী পাওয়ার পর সেটা আমি জানতে পারবো। এ মামলার আইনি মোকাবেলার পাশাপাশি রাজপথে দেনা পাওনার হিসেব হবে, ইনশাআল্লাহ।”

এর আগে, শনিবার ঢাকা দক্ষিণ সিটির মেয়র তাপস ডিএসসিসির শতশত কোটি টাকা নিজের মালিকানাধীন ব্যাংকে হস্তান্তর করেছেন বলে অভিযোগ করেন দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন। এর প্রেক্ষিতেই সোমবার সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন বর্তমান মেয়র ফজলে নূর তাপস।

Exit mobile version