Site icon Jamuna Television

শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত স্পেন, নিহত ৪

শক্তিশালী তুষারঝড় ‘ফিলোমেনা’র তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে স্পেন। এতে মৃত্যুবরণ করেছেন ৪ জন।

আবহাওয়াবিদরা জানান, রোববার রাতে তাপমাত্রা ছিলো আরও নিম্নমুখী। তারা পূর্বাভাস দিয়েছেন, সোম ও মঙ্গলবার মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস বা তারচেয়েও কম থাকতে পারে তাপমাত্রা।

বরফ শক্তভাবে জমে যাওয়ার আগেই ৭ শতাধিক সড়ক-রাজপথ পরিষ্কারে সর্বোচ্চ মনোযোগ দিয়েছে প্রশাসন। দুর্গত এলাকাগুলোয় জরুরি খাবার-ওষুধ সরবরাহের পাশাপাশি কোভিডের টিকাদান কর্মসূচির দিকেও লক্ষ্য রেখেছে সরকার।

এদিকে, কড়া পুলিশি প্রহরায় বিভিন্ন প্রদেশে পৌঁছে দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিনের ৩ লাখ ডোজ। শুক্রবার রাজধানী মাদ্রিদ এবং ৫টি প্রদেশে আঘাত হানে প্রচণ্ড তুষারঝড়। গেলো পাঁচ দশকের মধ্যে এটি গড় সর্বোচ্চ তুষারপাতের রেকর্ডও। নিরাপত্তার খাতিরে এলাকাগুলোয় জারি রয়েছে রেড অ্যালার্ট। তবে, রোববার সন্ধ্যায় শুরু হয় মাদ্রিদ বিমানবন্দরের কার্যক্রম; সীমিত পরিসরে চলছে ফ্লাইটও।

ইউএইচ/

Exit mobile version