Site icon Jamuna Television

পিএইচডি গবেষণার সংরক্ষণ প্রক্রিয়া জানাতে ঢাবিকে হাইকোর্টের নির্দেশ

পিএইচডি গবেষণা কী প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়, এজন্য কোনো সফটওয়্যার আছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য বলেছেন আদালত।

আজ সোমবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও সমমানের ডিগ্রি কীভাবে অনুমোদন করা হয়, এবং সেগুলো যথাযথ আইন মেনে হয়েছে কি না, তা জানতে চেয়ে হাইকোর্টের দেয়া নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি এবং ঢাবির অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয় এদিন।

Exit mobile version