Site icon Jamuna Television

এরদোগানের কার্যালয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার কার্যালয়ে মার্কিন অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছেন। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য তিনি ওই মার্কিন অ্যাপের পরিবর্তে বর্তমানে তুর্কি অ্যাপ বিআইপি ব্যবহার করছেন। খবর আলজাজিরার।

এরদোগানের কার্যালয় থেকে রোববার এক বিবৃতিতে জানানো হয়, সোমবার থেকে হোয়াটসঅ্যাপের পরিবর্তে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা তুর্কসেলের অ্যাপ বিআইপির মাধ্যমে সাংবাদিকদের ব্রিফ করা হবে।

এ ঘোষণার পর তুর্কি লোকজন # ডিলেটিং হোয়াটসঅ্যাপ হ্যাশট্যাগের মাধ্যমে মার্কিন অ্যাপটি ব্যবহারে নিরুৎসাহিত করছেন সবাইকে। মাত্র ২৪ ঘণ্টায় তুর্কসেলের অ্যাপ বিআইপির গ্রাহক সংখ্যা ১১ লাখ ২০ হাজার।

ইউএইচ/

Exit mobile version